বাউফলে জাতীয় পতাকা উত্তোলনে নিয়ম নীতি প্রয়োগ হচ্ছে না

বাউফলে জাতীয় পতাকা উত্তোলনে নিয়ম নীতি প্রয়োগ হচ্ছে না

বাউফল প্রতিনিধি :  পটুয়াখালী বাউফলে জাতীয় পতাকা উত্তোলনে নিয়ম নীতি প্রয়োগ হচ্ছে না। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হলেও নেই সঠিক মাপ, রং এবং সময় সূচী। যেনো-তেনো দায়সার ভাবে এ পতাকা উত্তোলন করা হচ্ছে বলে একাধিক অভিযোগ রয়েছে।
উপজেলার সরেজমিন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা গেছে, অধিক বছরের তৈরি পুরানো  রং বিবর্ণ পতাকা উত্তোলন করা হচ্ছে। এবং ক্লাশ শুরু  পূর্বে জাতীয় সংগিত পরিবেশন মাধ্যমে উত্তোলন  নেই। এবং ক্লাশ শেষে এ পতাকা নামিয়ে সযতেœ রাখা হয়না।
সরেজমিনে বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয় যে পতাকা উত্তোলন করা হয়েছে তার কোনো রং নেই। অধিক বছরের পুরানো পতাকা উত্তোলিত হচ্ছে। বেগুনি এবং মধ্যে লাল নং সাদা হয়ে গেছে।
 উপজেলা সদরে দেখা গেছে, আর্ন্তজাতিক ভাষা দিবস সহ বিভিন্ন দিবসে যে পতাকা উত্তোলন করা হয় তা ষ্টিকার নেই। আকা-বাকা লাঠি, চেরা টানিয়ে পতাকা উত্তোলন করা হয়।
উপজেলার ডাকঘর সহ বিভিন্ন দপ্তরে দেখা গেছে, অফিস কার্যক্রম বন্ধ হলে সন্ধার পরেও পতাকা উত্তোলন হচ্ছে।এ ব্যাপারে জাতীয় দিবস পালনে প্রস্তুতি সভায় এজেন্ডায়ে আলোচনা করা হলেও তার কোনো বাস্তবায়ন  নেই।
এ দিকে প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্য বইয়ে প্রথম পৃষ্ঠায় জাতীয় পতাকা নিয়ম নীতি থাকলে ও  শিক্ষার্থীদের  ধারনা দেওয়া হয়নি।